আলহামদুলিল্লাহ,সকল প্রশংসা আমাদের প্রতিপালক আল্লাহর জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জোড়ায়- জোড়ায়,অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রানপ্রীয় নবী,মানব কুলের শিরমনি মুহাম্মদ (সাঃ) এর উপর এবং তাঁর পরিবার ও সাহাবীদের উপর! 

বিয়ে, মহান আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামতের নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈমানের পূর্ণতার সহায়ক। যুবক-যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান। আদর্শ পরিবার গঠন, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিয়ে। এ সম্পর্কে আল্লাহ তায়ালার বানীঃ“তাঁর নিদর্শনাবলীর মধ্যে আর একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনীদেরকে সৃষ্টি করেছেন; যাতে তোমরা ওদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও স্নেহ সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে” {সূরা আর-রূম (৩০) : ২১}

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে, আজকের সমাজ যুবক-যুবতিদের পক্ষে নয়। বর্তমান এই সমাজে অনৈতিক সম্পর্ক, ব্যাভিচার, পরকীয়া ইত্যাদি সহজলভ্য কিন্তু পরিবার গঠন ও যুবক-যুবতীর চরিত্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বিবাহ করা অত্যন্ত কঠিন হয়ে দাড়িয়েছে।

আমাদের অনেক প্রাক্টিসিং মুসলিম-মুসলিমা ভাই বোন রয়েছেন যারা এই বর্তমান তিক্ত সময়েও বিবাহের মাধ্যমে তাদের আখলাক কে বিশুদ্ধ রাখার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু সে ক্ষেত্রে তাদের সামনে যে সমস্যাটি কঠিন প্রাচীরের ন্যায় সম্মুখীন হয় তা হলো, তাদের জন্য উপযুক্ত দ্বীনদার পাত্র-পাত্রীর সন্ধান ও নির্বাচন করা। idealNikah ওয়েবসাইটি মূলত সেই সমস্ত প্রাক্টিসিং মুসলিম-মুসলিমা ভাই বোনদের জন্যই।
idealNikah একটি ইসলামিক মেট্রিমনি ওয়েব সাইট, এই সাইটের মাধ্যমে যে কোন প্রাক্টিসিং মুসলিম পাত্র-পাত্রী তাদের বায়োডাটা দিতে পারবেন এবং idealNikah ওয়েবসাইটের সকল দ্বীনদার পাত্র-পাত্রীর বায়োডাটা দেখতে ও তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করতে পারবেন।

আমাদের ওয়েবসাইটে যারা বায়োডাটা দিতে চান আমরা প্রথমেই তাদের কে দৃঢ় ভাবে ইসলামিক শরিয়াহ অনুসরন করাকে শর্তারোপ করে থাকি এবং একে অপরের সাথে যখন যোগাযোগ করতে ইচ্ছাপূষন করে তখন ও ইসলামিক শরিয়াহ মেনে যোগাযোগ করার পরামর্শ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। যদি কোন মুসলিম ভাই কোন মুসলিমা বোনের সাথে যোগাযোগ করতে ইচ্ছা পূষন করে তখন আমরা তার অভিবাবকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেই। এক কথায় ইসলামিক শরিয়াহ সম্পূর্ন ভাবে মেনেই আমাদের এই ওয়েবসাইট পরিচালনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
আমাদের ওয়েবসাইটের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দ্বীনদার প্রাক্টিসিং মুসলিম-মুসলিমাদের পারিবারিকভাবে সম্পর্ক তৈরী করে দেওয়া এবং এর মাধ্যমে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এ লক্ষে আমদের idealNikah টিম অটুট ও একতাবদ্ব। তাই আমরা সকল মুসলিম – মুসলিমা অভিবাবকদের তাদের সন্তানের জন্য যোগ্য পাত্র/পাত্রী তালাশ করার জন্য idealNIkah.com এ রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দিচ্ছি।
idealNikah তে প্রাক্টিসিং মুসলিম-মুসলিমা ভাই বোন ও দ্বীনের ব্যাপারে উদাসীন পরিবারের ভাই-বোনেরা এই প্লাটফর্মের মাধ্যমে দ্বীনদার পাত্র-পাত্রী সন্ধানের ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তা পাবেন ইনশা আল্লাহ। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পছন্দমত কাউকে আপনার সাথে মিলিয়ে দেওয়া ইন'শা আল্লাহ। তবে যদি আমাদের পক্ষে তা সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে দু'আ এবং ধৈর্য ধারণ করুন, নিশ্চয়ই আল্লাহই আপনার জন্য যথেষ্ট। আমীন ইয়া রাব্বুল 'আলামিন।

আমরা আশা করছি যে, অতি শীঘ্রই সমগ্র দেশব্যাপি আমাদের এ উদ্যোগের কার্যক্রম দ্রুততার সাথে ছড়িয়ে দিতে পারবো ইন'শা আল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের এ উদ্যোগ কে সহজ করে দিন ও আমাদের কবুল করুন। আমিন।

আমাদের idealNikah ওয়েবসাইটের কার্যক্রম মূলত ২০১৬ সালেই শুরু হয়েছিল।কিন্তু কর্মব্যস্তাতা ও বিভিন্ন প্রতিকুলতার কারনে আর অগ্রসর হওয়া হয়ে উঠেনি। যার কারনে idealNikah ওয়েবসাইটের কার্যক্রম প্রায় ৫ বছর বন্ধ ছিল। অবশেষে আল্লাহর রহমতে ২০২১ সালের জ ুলাই মাসে আবার নতুন করে সব কার্যক্রম চালু করা হয়।

idealNikah ওয়েবসাইট তৈরী করার পিছনে রয়েছে অনেক মজার হতাশা ও বিরক্তকর ইতিহাস। ভাবছেন হতাশা ও বিরক্তি কিভাবে মজাদার হতে পারে? তাহলে বলছি শুনুন,সাল টা ছিলো২০১২, বড় ভাইয়্যা বিবাহ করার জন্য কাতার থেকে বাড়ি আসেন ৬ মাসের ছুটিতে, উনার একটাই দাবী ছিলো দ্বীনদার মেয়ে ছাড়া বিবাহ করবেন না। সময় যায় কিন্তু উপযুক্ত দ্বীনদার পাত্রী আর কপালে জোটেনা।অনেক পাত্রীর সন্ধান পাওয়া গেলেও দ্বীনদার পাত্রীর সন্ধান পাওয়া গেল না। অবশেষে টানা ৬ মাস উপযুক্ত দ্বীনদার পাত্রী খোঁজার সংগ্রামে পরাজয় বরন করে বিদেশ পারি দেন

২০১৪ সাল,বড় ভাইয়্যা আবার দেশে ফিরেন বিবাহ করার উদ্দেশ্যে,বরাবরের ন্যয় এবারো জোড়ালো দাবী দ্বীনদার মেয়ে ছাড়া বিবাহ করবেন না। কিন্তু এইবার সময় মাত্র ৩ মাস। শুরু হলো দ্বীনদার পাত্রী খোঁজার সংগ্রাম, দিন যায় রাত আসে-রাত যায় দিন আসে কিন্তু দ্বীনদার পাত্রীর সন্ধান আর মিলেনা। এদিকে ছুটির দিনের অংকের সংখ্যা কমার সাথে সাথে ভাইয়্যার দ্বীনদার মেয়ে বিবাহ করার জোড়ালো দাবীটা কেমন যেনো কমে কমে যাচ্ছিলো। অবশেষে যখন সময় মাত্র ৩০ দিন বাকি ভাইয়্যা প্রচুর হতাশ হয়ে পড়েন এবং সব কল্পনা ঝল্পনা আর জোড়ালো দাবী কে মাটি চাপা দিয়ে একজনকে বিয়ে করেন আলাহামদুলিল্লাহ।

আমার আত্নীয় স্বজনরা অনেকেই এরকম দ্বীনদার পাত্রী খোঁজার সংগ্রাম করেছেন, সেই সমস্ত মজার হতাশা ও বিরক্তকর ইতিহাস গুলো দেখেই idealNikah ওয়েবসাইট তৈরী করার চিন্তা আমার মাথায় আসে। অবশেষে ২০১৬ সালে এর কার্যক্রম চালু করা হয় আলহামদুলিল্লাহ।

We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience. learn more