. যে কারনে আপনার বায়োডাটা বাতিল হতে পারে:—
(ক). মিথ্যা তথ্য দিলে।
(খ). কর্তৃপক্ষের কোন যৌক্তিক সিদ্ধান্তে অনৈতিকভাবে হস্তক্ষেপ করলে।
(গ). অন্য কারও ব্যাপারে বাজে/খারাপ মন্তব্য/আক্রমনাত্বক কথা বললে।
(ঘ). বিয়ের কথা চলাকালিন/কোথাও যোগাযোগ করার পর দু’পক্ষের কাজের অগ্রসরের ব্যাপারে আমাদের অবগত না করলে।
. মেহেরাবানি করে যারা আবেদন করবেন না:—
(ক). হারাম জব/হারাম উপায়ে অর্থ উপার্জন করলে।
(খ). বিভিন্ন নেশাদ্রব্য পান করেন। যেমন: ধুমপান ইত্যাদি।
(গ). যৌতুক নিতে ও দিতে চান এবং অন্য কোনভাবে আর্থিকভাবে লাভবান হতে চান।
(ঘ). সুন্নাহ পদ্ধতিতে দাঁড়ি নেই এমন ব্যক্তি।
(ঙ). অমুসলিম ও দ্বীনের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।
(চ). যারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করেন না।
(ছ). যারা বোরকা ও নিকাব পরেন না।
(জ). যারা বোরকা ও নিকাব না পড়ে শুধুমাত্র প্রচলিত হিজাব পড়েন, তারাও আবেদন করবেন না।
(ঝ). সুন্নাহর এর বাহিরে গিয়ে মোহরানা ধার্য করে লাভবান হবার মনোভাব থাকলে।
(ঞ). যারা সুন্নাহ মোতাবেক বিয়ে করেতে আগ্রহী নন।