মাসুম বিল্লাহ and সূমাইয়্যা
married: 2022-06-23
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, الحمد لله الذي خلق الإنسان أزواجا وصلى الله وسلم على رسوله المصطفى.
বিবাহ ইসলামের অন্যতম একটা বিধান। একজন সতী স্ত্রী মানব জীবনের গুরুত্তপূর্ণ অংশ এবং ঈমানের পূর্ণতা দান কারী।
দেখতে দেখতে জীবনের একটা বড় অংশ কেটে গেলো। আলহামদুলিল্লাহ, পড়া-লেখাও দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতে। পারিবারিকভাবে প্রায় দুই বছর যাবত উপযুক্ত পাত্রীর সন্ধানে ব্যার্থ চেষ্টা চালিয়ে যখন ক্লান্ত, তখনই ২০২২ইং সালের এপ্রিলে যোগাযোগ করেন IdealNikah এর সম্মানিত চেয়ারম্যান । সন্ধান দেন তাঁর IdealNikah এর ৩৮৪৬ নং আইডির আর পূর্ব থেকেই IdealNikah তে আমার আইডি খোলা ছিলো।
তারপর IdeaNikah এর টিমের সহযোগিতায় যোগাযোগ হয় পাত্রীর পরিবারের সাথে। আমি সৌদি আরবে আর পাত্রী পরিবারের সাথে ইতালিতে থাকায় দুই পরিবারের অভিভাবকদের পক্ষ থেকে সকল তথ্য আদান-প্রদান ও পাত্র-পাত্রী দেখা দেখি, ভয়েস ও ভিডিও কলের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
সব কিছু পজিটিভ হওয়ায় এক শর্তে বিবাহের তারিখ নির্ধারিত হয় ২৭/০৬/২০২২ইং। শর্ত ছিলো পাত্র-পাত্রী উভয়ে সরাসরি দেখার পর পরস্পর সম্মতি দিলেই কেবল নির্ধারিত তারিখে আক্বদ/বিবাহ সম্পন্য হবে। আমার(পাত্রের) পরীক্ষা শেষে ২১/০৬/২০২২ইং বাংলাদেশে আসি এবং মেয়ে তার অভিভাবকসহ।
২৩/০৬/২০২২ইং পৌঁছার পর পূর্ব নির্ধারিত তারিখে পরস্পর সরাসরি দেখা সাক্ষাৎ হয় এবং পরস্পরের সম্মতিতেই বাংলাদেশের স্বনামধন্য আলেমদের উপস্থিতিতে মাত্র ৬০ হাজার টাকা দেনমহর ধার্য্য করে নগদ উসূলে বিবাহ সম্পাদন করা হয়। মহরের ব্যাপারে মেয়েদের পক্ষ থেকে কোন চাহিদা ছিলো না বরং আমি স্টুডেন্ট হওয়ায় তারা মহরের বিষয়টি আমাদের ইখতিয়ারে ছেড়ে দেন। ফলে দুই পরিবারের পরামর্শক্রমেই ৬০ হাজার টাকা মহর নির্ধারণ করা হয় এবং তা নগদ উসূল করা হয়।
খুবই সংক্ষিপ্তাকারে আক্বদ সম্পন্ন হয় আলহামদুলিল্লাহ। অতি সুন্দর ও সুখ-শান্তিতে কেটে গেল দাম্পত্য জীবনের প্রায় দুই বছর। ২০২৩ইং এর ডিসেম্বরের ২৪ তারিখ মহন রব আমাদেরকে কন্যা সন্তানের সৌভাগ্যবান করে দাম্পত্য জীবনকে করেছেন আলোকিত, দিয়েছেন বারাকাহ।
বিবাহের অনেক আগে থেকেই দোয়া করতাম ربنا هب لنا من أزواجنا و ذرياتنا قرة أعين و جعلنا للمتقين إماما আলহামদুলিল্লাহ মহান রব আমাকে (আমার জানামতে) নেক্কার স্ত্রী দান করেছেন এবং যাকে পেয়ে আমি অনেক অনেক হ্যাপি। এবং মহান মালিকের কাছে এটাই কামনা যে, তিনি যেন আমাদের দাম্পত্য জীবনে স্থায়ী সুখ-শান্তি দান করেন ও জান্নাতুল ফেরদাউসে একত্রে থাকার তাওফিক দান করেন আমীন।
সর্বপরি IdealNikah এর জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটাকে কবুল করেন এবং এর সাথে সংশ্লিষ্টদের দুনিয়া ও আখেরাতে উত্তম প্রতিদান দান করেন এবং IdealNikah কে তাদের নাজাতের অসিলা বানিয়ে দেন।
বি.দ্র: IdealNikah এর মাধ্যমে সম্পাদিত বিবাহের মধ্যে সর্ব প্রথম বিবাহ হয়েছে আমাদের এবং তাদের পক্ষ থেকে আমাদেরকে গিফট করার কথা থাকলেও এখনো হাতে পাইনি তবে আশা করছি অতি শীঘ্রই পেয়ে যাবো ইনশাআল্লাহ।