-
আপনি কি নিয়মিত সালাত আদায় করেন?
৫ ওয়াক্ত আদায় করার চেষ্টা করি।
-
সুন্নাতি দাড়িঁ রেখেছেন কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
টাখনুর উপরে কাপড় পরিধান করা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
মাহরাম-নন মাহরাম মানা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন?
মোটামুটি পড়তে পারি আলহামদুলিল্লাহ।
-
ঘরের বাহিরে সাধারণত আপনি কি ধরণের পোষাক পরেন?
সুন্নাহ ভিত্তিক সাধারণ পোশাক ই পরি।
-
আপনার পছন্দের কয়েকজন আলেম/ইসলামিক স্কলার এর নাম লিখুন?
১. দেলোয়ার হোসাইন সাঈদী।
২. তারেক মনোয়ার।
৩. মিজানুর রহমান আল আজহারি।
৪. আবু ত্বহা মুহাম্মদ আদনান।
৫. শাইখ আহম্মহ উল্ল্যাহ।
৬. রফিক উল্ল্যাহ আফসারী সাহেব।
-
আপনার পছন্দের কয়েকটি বই এর নাম লিখুন?
১. প্যারাডক্সিকাল সাজিদ ১-২।
২. জীবন্ত নামাজ।
৩. বেলা ফুরাবার আগে।
৪. আর রহিকুল মাখতুম।
-
কোন আক্বিদাহ/মাযহাব অনুসরণ করেন?
হানফী মাজহাব
-
আপনি কি আপনার স্ত্রীকে পর্দার পরিবেশ দিতে সক্ষম?
হ্যাঁ আলহামদুলিল্লাহ
-
দেনমোহরের ব্যাপারে আপনার মতামত কি?
আমার সামর্থ অনুযায়ী
-
ধূমপান,মাদকদ্রব্য ও হারাম খাবারের সাথে জড়িত আছেন কি?
না, আলহামদুলিল্লাহ
-
কোন রাজনৈতিক দল বা ইসলামী সংগঠনের সাথে জড়িত কি?
না
-
নিজের সম্পর্কে কিছু লিখুন
নিজের সম্পর্কে কিছু বলা সব সময়ই কঠিন একটি কাজ..আমি কি চাই , আমার স্বপ্ন কি , আমার দুর্বলতা কি - এগুলো অল্প কথায় গুছিয়ে লেখা কঠিন এবং কষ্টকর । তাছাড়া আমি নিজেকে বর্ণনা করতে গেলে তা শতভাগ নির্ভূল না হবার সম্ভাবনাই বেশি কেননা আমার সব দোষ গুন সম্পর্কে আমি অবহতি নই । আবার , আমি হয়তো আমার কিছু দোষকে এড়িয়ে যেতে পারি এবং কিছু গুনকে বাড়িয়ে বলতে পারি । ( আমি তো একজন মানুষ ,ফেরেশতা নই ,তাই না ? ) এই কাজটি আমার চেয়ে ভালো পারবে আমার আশেপাশে থাকা কেউ ।যাই হোক, তারপরও নিজেকে আমি নিশ্চিতভাবে একজন সৎ, আন্তরিক , কর্মঠ , বন্ধুত্বপূর্ণ, যত্নশীল, বিনোদনমূলক ব্যক্তিত্ব হিসেবে চিত্রিত করতে পারি । নেতিবাচক দিকগুলো বলতে গেলে - আমি কখনো কখানো অতিরিক্ত সরল , আবেগপ্রবণ , যেকাউকেই সহজে বিশ্বাস করি , কিছুটা শিশুবৎ, কিছুটা অপরিপক্ব.
ধর্মিয় বিষয়ে বলতে গেলে, আমি একজন প্র্যাকটিসিং মুসলমান এবং আল্লাহকে বিশ্বাস করি ও ভয় করি। আমি সেই সকল মূল্যবোধকে অণুসরন করি যার মধ্যে আধুনিকতা এবং ধর্মের সমন্বয় রয়েছে ।
আধুনিকতা বলতে আমি বুঝি - অন্যের অনুভূতিকে সম্মান করা , জীবনকে উপভোগ করা কিন্তু কোনো কিছুর সীমা অতিক্রম না করা এবং সর্বোপরি চিন্তা ভাবনায় আধুনিক হওয়া ।আমি টিভি দেখতে , গান শুনতে , গণ্প করতে এবং নেটে সময় কাটাতে পছন্দ করি । আমি এখনো সিঙ্গেল এবং মিঙ্গেল হওয়ার জন্য অপেক্ষা করছি ।
আমি আত্মোন্নতি এ বিশ্বাস করি এবং নিজের মধ্যে যেসব দোষ / বাজে দিক আছে , সেগুলোকে সবসময় কাবু করার চেষ্টা করি । আমি বিশ্বাস করি - "কথা এটা নয় যে আপনি কতটা ভালো, কথা এটা আপনি কতটা ভালো হতে চান" এই হচ্ছে মোটামুটিভাবে আমি -আমার কিছু অংশকে তুলে ধরার চেষ্টা করলাম । আমার সম্পর্কে আরো জানতে চাইলে আপনাকে স্বাগতম । আসুন, আমাকে অন্বেষণ করুন এবং আমাকেও আমার সম্পর্কে জানান । কারন - যেটা শুরুতে বলেছি আমার অনেক কিছুই আমি জানিনা
-
আপনার মাঝে ইসলামিক কোন কোন বৈশিষ্ট আছে বলে মনে করেন?
প্রাক্টিসিং মুসলিম,দ্বীন চর্চায় সচেষ্ট,চক্ষু নত করে চলা,গীবত না করা,নিয়মিত সালাত আদায়কারী,বিনয়ী,নিরহংকারী,দানশীল,সত্যবাদী,ধৈর্য্যশীল,নম্র ভদ্র,আনুগত্যশীল,নন-মাহরাম মেইন্টেইন,হালাল উপার্যনকারী,শিক্ষানুরাগী,হালাল হারাম বজায় চলা,সৎ কাজে আদেশ,অসৎ কাজে নিষেধ,আমানত রক্ষা করা,অপচয় না করা,অতিরিক্ত কথা না বলা