-
আপনি কি নিয়মিত সালাত আদায় করেন?
হ্যাঁ, ৫ ওয়াক্ত আদায় করি আলহামদুলিল্লাহ।
-
বোরখা-নিকাব পরিধান করা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
হাত-পা মোজা পরিধান করা হয় কি?
না।
-
মাহরাম-নন মাহরাম মানা হয় কি?
মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
-
শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
ঘরের বাহিরে সাধারণত আপনি কি ধরণেন পোষাক পরেন?
বোরখা, হিজাব, নিকাব
-
আপনার পছন্দের কয়েকজন আলেম/ইসলামিক স্কলার এর নাম লিখুন?
আল্লামা দেলওয়ার হোসেন সাইদী, শাইখ আহমাদুল্লাহ, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার,মিজানুর রহমান আযহারী
-
আপনার পছন্দের কয়েকটি বই এর নাম লিখুন?
সীরাত ইবনে হিশাম, ফেরা, প্যারাডক্সিক্যাল সাজিদ, মা মা মা বাবা, প্রিয়তমা, হে আমার মেয়ে
-
কোন আক্বিদাহ/মাযহাব অনুসরণ করেন?
হানফী মাজহাব
-
দেনমোহরের ব্যাপারে আপনার মতামত কি?
পাত্রের সামর্থ অনুযায়ী
-
নিজের সম্পর্কে কিছু লিখুন
নিজের সম্পর্কে বিস্তারিত লিখা বেশ মুশকিল।পরিবারের সবাই আমাকে অনেকটা হাসিখুশি এবং একমাত্র মেয়ে বলে শিশুসুলভ আবেগী বলে ধারণা করেন। খুব বেশি এক্সট্রোভার্টও নই আবার ইন্ট্রোভার্ট নই তবে প্রয়োজনে মানুষের সাথে মিশে চলতে পারি আলহামদুলিল্লাহ। ঠান্ডা পরিবেশে থাকতে পছন্দ করি এবং বাসার বাইরে প্রয়োজন ছাড়া যাওয়া হয় না।
এছাড়া রান্নাঘরে খাবারের উপর এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। সেলাই কাজও আমার একটি শখ।বিলাসিতা-অপচয় কিংবা অতিরিক্ত কৃপনতা অপছন্দ করি। আয় বুঝে ব্যয় নীতিতে বিশ্বাসী আর অনেকটা সদকায় উৎসাহী। মোটামুটি সবাইকে একসাথে নিয়ে সাদামাটা সুন্নাহভিত্তিক জীবনযাপন করে এবং পাশাপাশি অন্যদের সাহায্য করার মাঝে বেশি প্রশান্তি খুজে পায়।
হালাল উপার্জনকারী সব পেশার মানুষ পছন্দনীয়। কিন্তু মিথ্যা কথা বলা, বউ পেটানো, লোকদেখানো, গালাগালি করা, দুঃশ্চরিত্র ও নজরের হেফাজত না করা , উচ্চস্বরে কথা বলা ধৈর্যহীন মানুষ, নিজেকে উত্তম মনে করে অন্যের ত্রুটি খুঁজে বেড়ানো মানুষ, সমালোচনাকারী, গীবত-পরনিন্দাকারী, অলস-লোভী, সম্পদের প্রতিযোগিতামুলক দুনিয়াবি বিষয় নিয়ে মেতে থাকা ব্যক্তিদের ঘৃনা করি। তবে নিজের বলতে যা কিছু আছে তা গোছায়ে শৈল্পিক কিংবা পরিপাটি-পরিচ্ছন্ন করে রাখার মত অভ্যাস আছে।
আমাদের একটি সমৃদ্ধ পারিবারিক লাইব্রেরি আছে। সেখানে কুরআন, হাদিস, তাফসীর, সীরাত, সাহাবীদের জীবনী, ইসলামের ইতিহাস , ঈমান -আকীদা, হালাল হারাম, পর্দা , ইসলামী অর্থনীতি,ইসলামী সমাজ ব্যবস্থা, ইত্যাদি অসংখ্য ইসলামী সাহিত্যের সংগ্রহ রয়েছে। তাই অবসরে ইসলামী বই পড়া হয়। এছাড়া ইসলামীক লেকচার শোনা, এবং আত্মশুদ্ধি অর্জন বা সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করা হয়।
আল্লাহর সৃষ্টিসমুহ-প্রকৃতির সৌন্দর্য ঘুরে দেখতে, ভ্রমণ করা অনেক পছন্দ করি।বড় ভাই ও ছোট ভাইয়ের সাথে আশেপাশের দর্শনীয় স্থান গুলোতে ঘুরতে যাওয়া হয়।
এছাড়া আমি প্রচুর বিড়াল প্রেমী।আমার বাসায় দুইটা বিড়াল ছানা আছে।আমি ওদের দেখাশোনা করতে এবং ওদের সাথে সময় কাটাতে পছন্দ করি।
-
আপনার মাঝে ইসলামিক কোন কোন বৈশিষ্ট আছে বলে মনে করেন?
প্রাক্টিসিং মুসলিমাহ,দ্বীন চর্চায় সচেষ্ট,পর্দা ও শালীনত,কোরআন তিলাওয়াত,সতি সাধ্বী,গীবত না করা,দৈনিক সালাত আদায়কারিনী,ইসলামিক বই পড়া,লাজুক,নিরহংকারিনী,দানশীলা,ধৈর্য্যশীল,নম্র ভদ্র,আনুগত্যশীলা,কোরআন তিলাওয়াত শোনা,সৎ কাজে আদেশ,অসৎ কাজে নিষেধ,আমানত রক্ষা করা,অপচয় না করা,সকলের হক্ব আদায় করা,পরনিন্দা না করা,ইসলামিক ব্যাক্তিত্ববোধ,অপ্রয়োজনে বাহিরে বের না হওয়া,সত্যবাদী,সহানুভুতিশীল,অতিরিক্ত কথা না বলা,ন্যায় পরায়ন,হালাল উপার্যনকারী,হারামে অনিহা,নফল সিয়াম রাখা