-
আপনি কি নিয়মিত সালাত আদায় করেন?
হ্যাঁ, ৫ ওয়াক্ত আদায় করি আলহামদুলিল্লাহ।
-
বোরখা-নিকাব পরিধান করা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
হাত-পা মোজা পরিধান করা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
মাহরাম-নন মাহরাম মানা হয় কি?
মেনে চলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
-
শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন?
মোটামুটি পড়তে পারি আলহামদুলিল্লাহ।
-
ঘরের বাহিরে সাধারণত আপনি কি ধরণেন পোষাক পরেন?
বোরকা হাত মুজা,পা মুজা, নেকাপ পরে চলাফেরা করি।
-
আপনার পছন্দের কয়েকজন আলেম/ইসলামিক স্কলার এর নাম লিখুন?
আবু ত্বাহ আদনান,গোলাম সারোয়ার সাঈদী,মিজানুর রহমান আজহারি।
-
আপনার পছন্দের কয়েকটি বই এর নাম লিখুন?
মা ফাতেমার জীবনী, আর- রাহিকুল মাখতুম,কবরের আজাব,ফাজায়েল আমল,মুসলিম নারী,নারীর জান্নাত জাহান্নাম।
-
কোন আক্বিদাহ/মাযহাব অনুসরণ করেন?
সালাফি-আহলে হাদিস
-
দেনমোহরের ব্যাপারে আপনার মতামত কি?
পাত্রের সামর্থ অনুযায়ী
-
নিজের সম্পর্কে কিছু লিখুন
আমি সাধারণ একজন মানুষ বেশি জ্ঞান আমার ভেতর নেই। আমি মাদ্রাসাতে পড়িনি তবে আমার ইচ্ছে ছিলো মাদ্রাসাতে পড়ার তবে যখন বুঝি না তখন থেকে তো স্কুল ছিলাম বুঝার পড় ও কিন্তু মনে ইচ্ছে ছিলো মাদ্রাসার লাইনে পড়ার। আমি কুরআন তেলওয়াত করতে পারি তবে সেটা কতটা সহি হয় সেটা জানি না আল্লাহ সহি করে পড়ার তৌফিক দান করুক। আমার ইচ্ছে আমরা বিবাহ যদি একজন হাফেজির সাথে হয় দ্বীনদার তাহলে তার থেকে আমি সব সহি করে নিবো তাছাড়া এখন কারর কাছে যেয়ে হবে না চেষ্টা করেছি।আমি যেহেতু মাদ্রাসাতে পড়িনি কোনো হাফেজি না তাই কোনো হাফেজি আমাকে বিবাহ করবে কি না জানি না।তবে আল্লাহর কাছে দোয়া করি এমনি একটা জীবন সঙ্গী পাই সে যেনো আমাকে পরিপূর্ণ ভাবে দ্বীনের পথে রাখে এবং আমাকে সহি ভাবে কুরআন তেলওয়াত করতে সে নিজে সাহায্য করে।হয়তো মাদ্রাসাতে পড়িনি তবে যতটা দ্বীন সম্পর্কে জানি আলহামদুলিল্লাহ আমি ততটা মেনে চলি যেমনটা দ্বীনি নারীর হাওয়া প্রয়োজন আমি চেষ্টা করি করবো।আর দ্বীন কতটা মানি নিজের যেকোনো কথা আসলে এইভাবে বলে বুঝানো যায় না আমি কেমনটা। শুধু একটাই দোয়া করি আল্লাহ আমাকে একটা নেক দ্বীনদার জীবন সঙ্গী দান করুক।সে যেনো আমাকে বোঝে আর নিজের মতো করে রাখে, ভালোবাসে অবহেলা না করে কখনো ধোকা না দেই। আমি দুনিয়া ও আখিরাত তার সঙ্গে কাটাতে চাই। এমন একটা সঙ্গী মিলাই দেই সে দ্বীনদার হলে তার ভেতর দ্বীনি জ্ঞান থাকবে তাকে কিছু বলা লাগবে না।আমার ইচ্ছে আছে আমার স্বামীর সঙ্গে দুজনে মিলে প্রথম ঘুরাটা যেনো মক্কা মদিনা হয় আমার খুবি ইচ্ছে আল্লাহ যেনো আমার ইচ্ছে পুরণ করে আমিন।
-
আপনার মাঝে ইসলামিক কোন কোন বৈশিষ্ট আছে বলে মনে করেন?
কোরআন তিলাওয়াত,পর্দা ও শালীনত,গীবত না করা,দৈনিক সালাত আদায়কারিনী,তাহাজ্জুদ আদায় করা,নফল সিয়াম রাখা,লাজুক,সত্যবাদী,ধৈর্য্যশীল,নম্র ভদ্র,হালাল হারাম বজায় চলা,সৎ কাজে আদেশ,অসৎ কাজে নিষেধ,অপচয় না করা,অপ্রয়োজনে বাহিরে বের না হওয়া,অতিরিক্ত কথা না বলা,ইসলামিক ব্যাক্তিত্ববোধ,আমানত রক্ষা করা