-
আপনি কি নিয়মিত সালাত আদায় করেন?
হ্যাঁ, ৫ ওয়াক্ত আদায় করি আলহামদুলিল্লাহ।
-
বোরখা-নিকাব পরিধান করা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
হাত-পা মোজা পরিধান করা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
মাহরাম-নন মাহরাম মানা হয় কি?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
শুদ্ধ ভাবে কুরআন তেলাওয়াত করতে পারেন?
হ্যাঁ আলহামদুলিল্লাহ।
-
ঘরের বাহিরে সাধারণত আপনি কি ধরণেন পোষাক পরেন?
সচরাচর বোরখা, হিজাব, নিকাব, হাত মোজাসহ।
-
আপনার পছন্দের কয়েকজন আলেম/ইসলামিক স্কলার এর নাম লিখুন?
ড. জাকির নায়েক, ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, শায়েখ আহমাদুল্লা, মিজানুর রহমান আজহারি, মুফতি মেন্ক আরও অনেকে।
-
আপনার পছন্দের কয়েকটি বই এর নাম লিখুন?
প্যারাডক্সিকাল সাজিদ, আর রাহীকুল মাখতুম, হযরত ওমর ফারুক (রা:) এর জীবনী, কুরআন ও হাদিসের আরও বিভিন্ন বই।
-
কোন আক্বিদাহ/মাযহাব অনুসরণ করেন?
সালাফি-আহলে হাদিস
-
দেনমোহরের ব্যাপারে আপনার মতামত কি?
আলোচনা সাপেক্ষে
-
নিজের সম্পর্কে কিছু লিখুন
"আমি সিম্পল-মাইন্ডেড গার্ল মানুষের মতে, ইন্ট্রোভার্ট, সুন্নত রোজা রাখি, নফল সালাত আদায় করি, তাহাজ্জুদের সালাত আদায় করি (সবসময় না)। রাগও আছে(মিথ্যা কথা শুনলে বেশি রাগ হয়~কেউ কোনো কথা বললে সেটার সাথে আরও কিছু কথা বাড়িয়ে অন্যকে বলা একদম অপছন্দ!) গার্লস স্কুল ও কলেজে পড়েছি + সিলেক্টেড মানুষের সাথে কথা বলা হতো, এতো কথাও বলি না, গিবত হতে পারে তাই। কারণ যেখানেই গেদারিং সেখানেই ক্রিটিসাইজিং ; সমালোচনা ! তাই কম কথা বলাই পছন্দ। অনেকে এটা এটিটিউডও ভাবতে পারে!! তবে তা নয়! ইসলামিক স্কলারদের বাণী শুনতে ভালো লাগে, কুরআন পাঠ শুনতেও। কুরআন পড়া হয় (বিশেষ করে সূরাগুলো)। আম্মুর সাথে হঠাৎ তালিমে যাওয়া হয়। যেহেতু আমি জেনারেলে পড়াশোনা করেছি তাই আমার এতোটা কুরআন মুখস্থ বা, হাদিস মুখস্থ এমন নেই, তবে যারা জেনারেল এ পড়াশোনা করেছে তাদের এগুলো শিখার জন্যও কিন্তু একটা রুটিন বা,ধাপে ধাপে আগাতে হয়। তারপরই ধীরে ধীরে সকল কিছু সম্পর্কে আয়ত্ত্বে আনা যায়! আমার উচ্চতা ৫'১.৫" এখানে তেমন অপশন নেই তাই এখানে লিখতে হচ্ছে। জন্মসাল ২০০৩ এর সেপ্টেম্বরে। ভালো-খারাপ দিক সবার মধ্যেই আছে, তবে আল্লাহ ও সুন্নতের পথে থাকার যে চেষ্টা করা সেটাই আসল + আসলে মানুষ বাহিরের সৌন্দর্যকে প্রকাশ্য করে বা, বাহিরের সৌন্দর্যকেই প্রাধান্য দেয়, কিন্তু ভিতরের সৌন্দর্যকে প্রাধান্য দেয় না !! এটা থেকেও মানুষের বের হয়ে আসার চেষ্টাও অতুলনীয়। নিজের আচার-আচরণ, কাজ-কর্ম সব আল্লাহর দ্বারা পরিচালিত হওয়ার জন্য আল্লাহ ও সুন্নতের পথে থাকা ও চেষ্টা করা সেটাই আসল। শুধু নামে নয় কাজে মুসলিম এমন ব্যক্তিই বাঞ্ছনীয়।
শখ - রান্না করা ও তা মানুষকে খাওয়ানো ; আব্বুর মতো। আব্বু তো এতো এতো কিছু এনে নিজেই রান্না করতো, খাওয়াতো + আমরা হেল্পে থাকি। লাইব্রেরি করার ইচ্ছা আছে উইথ ক্যাফে! অথবা ইনশাআল্লাহ মাদ্রাসা ও এতিমখানা তৈরি করার ইচ্ছে আছে। হাদিসের বই পড়া, উপন্যাসের অডিও-বুক শুনতে ভালো লাগে, ছাদ কৃষি 😀, কার্টুন দেখা, সেলাই নানুবাড়ি গিয়ে একটু শিখলাম আরকি তাই হেন্ড ক্রাফটও ভালো লাগে করতে! আর বরের যা পছন্দ আমারও তাই পছন্দের আম্মুর ভাষ্যমতে 😁।
শখ পুরনের জন্য উপার্জনও প্রয়োজন তবে মেয়েদের উদ্যোক্তা / শিক্ষিকা হওয়াটা আমার কাছে পছন্দের ( কারণ সুবিধাটা হচ্ছে ঘরে বসেই কাজ চালানো যায় ; ইসলামিক নিয়মও মানা হলো)। [ তবে কোনো পুরুষ ১মেই চাইবে যে তার স্ত্রী বাহিরে গিয়ে চাকরি করুক এমন পছন্দনীয় না! তাহলে কিসের ইসলাম পালন করা হলো?! শুধু নামে মুসলিম নয়, কাজেও মুসলিম এমন ব্যক্তিই বাঞ্ছনীয়। ]
জেনারেল এ পড়েছি কিন্তু এখন ভাবছি জেনারেল + অনলাইন কওমি মাদ্রাসায়ও পড়বো। শিক্ষিকা হতে চেয়েছি, ফ্রিলান্সিং করতে চেয়েছি তাই ইন্জিনিয়ারিং পড়া(এখন বিএসসি ইন ম্যাথমেটিকস এ পড়ছি) / উদ্যোক্তা হওয়া ( উদ্যোক্তা হলে ১টা সুবিধা হচ্ছে বাসায় বসেই কাজ চালানো যায় )। তবে আল্লাহ যা কল্যাণকর ভাবে তাই হবে।
আমার আব্বু ইন্তেকাল(২০২৪ সালে) করার পরও GTV তে দেখানো হয়েছে আব্বুর ফার্ম নিয়ে, সততা ও পরিশ্রম নিয়ে গড়া ফার্মের কাজ, সেরা খামারীর পদক। পরে আমাদের ফ্রেন্ডের বাবা-মা, আম্মুর কলিগ ফোন করে বললো কোথায় ভাই তো জীবিতই আছে, টিভিতে দেখলাম ভাইকে। ইনশাআল্লাহ আমরা ভাই-বোনও আব্বুর সেই মর্যাদা রাখবো।"
-
আপনার মাঝে ইসলামিক কোন কোন বৈশিষ্ট আছে বলে মনে করেন?
প্রাক্টিসিং মুসলিমাহ,দ্বীন চর্চায় সচেষ্ট,পর্দা ও শালীনত,গীবত না করা,সতি সাধ্বী,দৈনিক সালাত আদায়কারিনী,লাজুক,নিরহংকারিনী,দানশীলা,সত্যবাদী,নম্র ভদ্র,আনুগত্যশীলা,ন্যায় পরায়ন,কোরআন তিলাওয়াত শোনা,সহানুভুতিশীল,ধর্মীয় শিক্ষায় শিক্ষিত,নন-মাহরাম মেইন্টেইন,হালাল হারাম বজায় চলা,হারামে অনিহা,সৎ কাজে আদেশ,অসৎ কাজে নিষেধ,আমানত রক্ষা করা,সকলের হক্ব আদায় করা,পরনিন্দা না করা,অপচয় না করা,অতিরিক্ত কথা না বলা,অপ্রয়োজনে বাহিরে বের না হওয়া,ইসলামিক ব্যাক্তিত্ববোধ,হাদীস পাঠ করা,নফল সিয়াম রাখা,তাহাজ্জুদ আদায় করা,কোরআন তিলাওয়াত,ইসলামিক বই পড়া,ধৈর্য্যশীল,শিক্ষানুরাগী,অন্যান্য,হালাল উপার্যনকারী